নয়াদিল্লি: সচিন তেন্ডুলকরের ভারতরত্ন খেতাব খারিজের আর্জি নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানের অপব্যবহারের অভিযোগ তুলে প্রাক্তন ক্রিকেট তারকার খেতাব রদের আর্জি জানানো হয়েছিল। কিন্তু পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, অভিযোগের স্বপক্ষে কোনও বিধিবদ্ধ ধারা, আইন বা নিয়ম নেই। পিটিশনার ভিকে নাসওয়া অভিযোগ করেন, বেশ কয়েকজন লেখক সচিনকে ভারতরত্ন হিসেবে উল্লেখ করে বই লিখেছেন। শুধু তাই নয়, ভারতরত্ন ব্যবহার করে বইগুলির নামকরণও করা হয়েছে। নাসওয়ার আরও অভিযোগ, ওই পুরস্কার প্রদানের পরও সচিন বিভিন্ন বাণিজ্যিক কার্যকলাপে যোগদান করেছেন।
বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, পুরস্কারপ্রাপকের আচরণ কী ধরনের হবে তা স্থির করার জন্য কোনও বিধিবদ্ধ নিয়মকানুন নেই। এ ব্যাপারে আদালত কোনওরকম হস্তক্ষেপ করতে পারে না।
আদালত আরও বলেছে, সচিন যদি নিজের লেখা কোনও বইতে নামের আগে বা পরে ভারতরত্ন ব্যবহার করতেন, তাহলে বিষয়টি আলাদা হত। কিন্তু তৃতীয় কোনও পক্ষ যদি তা ব্যবহার করেন, তাহলে সেজন্য সচিনকে দায়ী করা যায় না।
উল্লেখ্য, এর আগে ২০১৫-র ১০ আগস্ট মধ্যপ্রদেশ হাইকোর্টে নাসওয়ার আর্জি খারিজ হয়ে গিয়েছিল। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
সচিনের ভারতরত্ন খেতাব রদের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
ABP Ananda, web desk
Updated at:
18 Jul 2016 12:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -