নয়াদিল্লি: দেশের যে অঞ্চলগুলিতে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন জারি রয়েছে সেখানেও জঙ্গি দমন অভিযানে সেনাবাহিনী যথেচ্ছাচার করতে পারবে না। শুক্রবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি মদন লোকুর ও উদয় উমেশ ললিতের বেঞ্চ বলেছে, মণিপুরের পুলিশ এবং সেনাবাহিনী মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করতে পারবে না। এই ধরনের অভিযোগ উঠলে ফৌজদারি আদালতে বিচার হবে।


 

১৯৭৮ সাল থেকে মণিপুরে ১,৫২৮ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করার অভিযোগ রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে। নিহতদের পরিবারের লোকেদের সংগঠনের আবেদনের ভিত্তিতেই এই রায় দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনী ফৌজদারি আদালতে অভিযুক্ত নিরাপত্তারক্ষীদের বিচার থেকে ছাড় দেওয়ার আবেদন জানিয়েছিল। তবে সেই আবেদন মঞ্জুর করেনি আদালত।

 

বিচারপতি লোকুর বলেছেন, রাষ্ট্র যখন মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করে কোনও ব্যক্তিকে হত্যা করে তখন সেটা বিচার বহির্ভূত হত্যা ছাড়া অন্য কিছু নয়। সমাজ ও আদালত এই ধরনের মৃত্যুর ঘটনা মেনে নিতে পারে না। মণিপুরে প্রথা বহির্ভূত যুদ্ধ চলছে বলে সেনাবাহিনী দাবি করলেও সেখানে এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি যাতে দেশের কোনও অংশের নিরাপত্তা বিঘ্নিত হয়। সরকার এমন কোনও ঘোষণা করেনি।

 

জাতীয় মানবাধিকার কমিশন নিজেদের অসহায়তার কথা আদালতে স্বীকার করে নিয়েছে। সে কথা উল্লেখ করে সরকারের জবাব তলব করেছে আদালত। মানবাধিকার কমিশনের সুপারিশ মানা হচ্ছে কি না জানতে চেয়েছে আদালত।