নয়াদিল্লি: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার বৈধতা সম্পর্কে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের বক্তব্য জানতে চাইল প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ।
ওই অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা একটি পিটিশন গত ১১ এপ্রিল দিল্লি হাইকোর্ট খারিজ করে। আদালত বলে, এই ইস্যুতে একটি পিটিশন আগেই সুপ্রিম কোর্টে নাকচ হয়ে গিয়েছে। এই পিটিশনে নতুন কিছুই নেই।
কিন্তু হাইকোর্টের বক্তব্যে খুশি হতে না পেরে কুমারী বিজয়লক্ষ্মী ঝা নামে আবেদনকারী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তাঁর বক্তব্য, হাইকোর্টে যে প্রসঙ্গ তোলা হয়েছিল, সেটি, আর সর্বোচ্চ আদালতের বিচার করা বিষয় এক নয়।
বিজয়লক্ষ্মীর দাবি, ৩৭০ ধারা একটি সাময়িক ব্যবস্থা ছিল। ১৯৫৭ সালে রাজ্যের বিধান পরিষদ ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে তারও বিলোপ ঘটেছে।
তাঁর পিটিশনে বলা হয়েছে, ৩৭০ অনুচ্ছেদের ব্যাপারে কখনই দেশের রাষ্ট্রপতি বা সংসদ বা ভারত সরকারের সম্মতি নেওয়া হয়নি। বিধান পরিষদ ভেঙে যাওয়ার পরও ওই অনুচ্ছেদ বহাল থাকাটাই আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে জালিয়াতির সামিল।
প্রসঙ্গত, ২০১৪-র জুলাইয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদাকে চ্যালেঞ্জ করে পেশ হওয়া পিটিশন বাতিল করে আবেদনকারীকে হাইকোর্টে যেতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
৩৭০ ধারা: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বৈধতা নিয়ে কেন্দ্রকে ৪ সপ্তাহে বক্তব্য জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
08 Aug 2017 02:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -