নয়াদিল্লি: সদ্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে বিপুল পরিমাণ আসনে প্রতিদ্বন্দ্বিতা না হওয়ায় ‘বিস্মিত’ সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, এর থেকেই স্পষ্ট যে নিচুস্তরে গণতন্ত্র ঠিকমতো কাজ করছে না। পঞ্চায়েত ভোটে বিনা লড়াইয়ে কত আসনে জয়—সঠিক পরিসংখ্যান পেশ না করতে পারায় আদালতে তীব্র ভর্ৎসিত হল রাজ্য নির্বাচন কমিশন। আগামীকালের মধ্যে তথ্য পেশের নির্দেশ দিয়েছে বেঞ্চ।


সুপ্রিম কোর্টে বিরোধীরা অভিযোগ করে, গত মে মাসে হওয়া ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা লড়াইয়ে জয়ী ঘোষণা করা হয়েছে। বিরোধীদের দাবি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট ৫৮,৬৯২ আসনের মধ্যে ২০,১৫৯ আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি।


এই প্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, এত বিপুল সংখ্যক আসনে বিনা লড়াইয়ে জয়ী হলেন প্রার্থীরা—এসব দেখে তো চোখ ফিরিয়ে নেওয়া যায় না।


সবচেয়ে বড় কথা, ৪৮,৬৫০ গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে প্রায় ১৬ হাজার আসনে কোনও লড়াই হয়নি। প্রায় একই ঘটনা ঘটেছে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ক্ষেত্রেও। আদালতের মতে, এটা রীতিমতো বিস্ময়ের।


বেঞ্চের মতে, এর থেকেই স্পষ্ট যে, সংবিধানে যেমনটা বলা রয়েছে, নিচুস্তরে গণতন্ত্র একেবার সেইমতো কাজ করতে পারছে না। কমিশনের আইনজীবীর কাছে বিচারপতিরা জানতে চান ঠিক কত আসনে ভোট হয়নি? যার সঠিক উত্তর দিতে পারেননি কমিশনের আইনজীবী। এরপরই, প্রধান বিচারপতি দীপক মিশ্রের ভর্ৎসনার মুখে পড়তে হয় কমিশনের আইনজীবীকে। রাজ্য নির্বাচন কমিশনকে শীর্ষ আদালত নির্দেশ দেয়, আগামীকালই হলফনামার মাধ্যমে সঠিক পরিসংখ্যান পেশ করতে।