নয়াদিল্লি: ফের নয়া মোড় নিল উত্তরাখণ্ড কাণ্ড। রাজ্যে রাষ্ট্রপতি শাসন নাকচ করে দিয়ে উত্তরাখণ্ড হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এই স্থগিতাদেশ বজায় থাকবে ২৭ এপ্রিল পর্যন্ত। শুক্রবার এই মামলায় কেন্দ্রের হয়ে সওয়াল করতে নেমে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি ও আইনজীবী হরিশ সালভে প্রশ্ন তোলেন, স্রেফ রায়ের কপি না মেলার জন্য এক পক্ষ কীভাবে পুরোপুরি ব্যাকফুটে চলে যেতে পারে, যেখানে অন্য পক্ষ সোজা পৌঁছে যাচ্ছে সরকার গড়ার জায়গায়।

 

কংগ্রেসের দুই আইনজীবী অভিষেক মনু সিংহভি ও কপিল সিবাল অবশ্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারির বিরুদ্ধে জোরালো আবেদন জানান। দাবি করেন, এই স্থগিতাদেশ উত্তরাখণ্ডে ফের রাষ্ট্রপতি শাসন জারির সামিল। কিন্তু তাঁদের দাবিতে কান দেয়নি বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি শিব কীর্তি সিংহের বেঞ্চ।

 

সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, ২৬ তারিখের মধ্যে হাইকোর্টকে তাদের রায়ের সম্পূর্ণ কপি সংশ্লিষ্ট সব পক্ষের হাতে তুলে দিতে হবে। পরদিনই হবে শুনানি। আর ততদিন পর্যন্ত উত্তরাখণ্ডে কেন্দ্র যে রাষ্ট্রপতি শাসন জারি করেছে, তাতে হস্তক্ষেপ করা চলবে না। অর্থাৎ হাইকোর্টের রায়ে উত্তরাখণ্ডের গদিতে আবার ফিরে আসা হরিশ রাওয়াত সরকার আপাতত পুরো একদিনও টিকল না। এর আগে বৃহস্পতিবার, রাজ্যে জারি হওয়া রাষ্ট্রপতি শাসন খারিজ করে উত্তরাখণ্ড হাইকোর্ট কংগ্রেস সরকারকে পুনর্বহাল করে।