নয়াদিল্লি: সম্প্রতি গুরুগ্রামের স্কুলের মধ্যে দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার হত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে গোটা দেশ। প্রশ্নের মুখে স্কুলের মধ্যে শিশুদের নিরাপত্তার বিষয়টি। এই বিষয়টি খতিয়ে দেখার জন্যে শীর্ষ আদালেত একটি মামলা দায়ের করেন দুই মহিলা আইনজীবী। তাঁদের দাবি, স্কুলে শিশুদের নিরাপত্তা সংক্রান্ত যে গাইডলাইনটি রয়েছে, সেটা যেন দ্রুত কার্যকর হয়। সেই বিষয়টি সুনিশ্চিত করতেই শীর্ষ আদালতের দ্বারস্থ দুই মহিলা আইনজীবী। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তারা এই মামলার শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর শুনবে।
শীর্ষ আদালতের যে বেঞ্চের সামনে এই মামলার শুনানি হবে, সেখানে রয়েছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অমিতাভ রায় এবং এ.এম খানউইলকার। তাঁরা জানালেন আগেই এই গাইডলাইনগুলো স্কুলে কার্যকরের দাবিতে আদালতে আর্জি জানিয়েছিলেন রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে খুন হওয়া প্রদ্যুম্নের বাবা। সেই আর্জির ভিত্তিতে একটি নোটিসও জারি করেছে শীর্ষ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, আগেরটার সঙ্গে দুই আইনজীবীর আর্জি বিবেচনা করেই শুনানি হবে আদালতে।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আভা শর্মা, সঙ্গীতা ভারতী তাঁদের আর্জিতে আরও বাড়তি কিছু গাইডলাইন চালুর জন্যে আবেদন করেছেন। সেখানে বলা হয়েছে, যেমুহূর্তে স্কুল পড়ুয়ারা স্কুলের বাস বা অন্য যানবাহনে উঠবে, সেইমুহূর্ত থেকে তাঁদের দায়িত্ব স্কুলের। এদিকে গতকালই আদালত কেন্দ্র, হরিয়ানা পুলিশ, সিবিএসই বোর্ড এবং সিবিআইকে একটি নোটিস জারি করেছে প্রদ্যুম্নের বাবার আর্জির ভিত্তিতে। বরুণ ঠাকুরের দাবি, তাঁর ছেলের মৃত্যুর ঘটনার তদন্ত করুক সিবিআই।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে শৌচাগারের পাশ থেকে গলার নলি কাটা অবস্থায় ছোট্ট প্রদ্যুম্নের দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর এক বাস কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়। তার দাবি, সে ছোট্ট প্রদ্যুম্নকে ধর্ষণ করতে গিয়েছিল। হাত ছাড়িয়ে পালিয়ে আসার সময় তারওপর ছুরি চালিয়ে দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই উত্তাল গোটা দেশ। তারপর থেকেই তত্পর প্রশাসন। স্কুলে স্কুলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তত্পর সরকার থেকে প্রশাসনে থাকা সকলেই। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সেইজন্যে শীর্ষ আদালতের দ্বারস্থ সুপ্রিম কোর্টের দুই আইনজীবীও।
স্কুলে শিশুদের নিরাপত্তা: সুপ্রিম কোর্টে মামলার শুনানি ১৫ সেপ্টেম্বর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Sep 2017 01:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -