নয়াদিল্লি: পুলওয়ামাকাণ্ডের জেরে দেশের কয়েকটি জায়গায় কাশ্মীরী পড়ুয়াদের হেনস্থা, হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে জনস্বার্থ পিটিশন পেশ হল সুপ্রিম কোর্টে। কাশ্মীরী ছাত্রদের সুরক্ষার নির্দেশ চেয়ে আবেদন করেছেন শীর্ষস্থানীয় আইনজীবী কলিন গনজালভেস। তাঁর সওয়াল, এর সঙ্গে ওই পড়ুয়াদের নিরাপত্তা, সুরক্ষার বিষয়টি জড়িয়ে রয়েছে, তাই আবেদনের দ্রুত শুনানি হোক।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও দুই বিচারপতি এল এন রাও, সঞ্জীব খন্নার বেঞ্চ অবশ্য বৃহস্পতিবারই পিটিশনটি শুনানির জন্য তালিকাভুক্ত করতে রাজি হয়নি, শুক্রবার সেটি তালিকাভুক্ত হবে বলে জানিয়েছে।
পিটিশনে অভিযোগ করা হয়েছে, কাশ্মীর উপত্যকার পড়ুয়াদের ওপর দেশের নানা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পুলওয়ামার ঘটনার পর হামলা করা হচ্ছে। ওদের নিগ্রহ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া উচিত।
এদিকে জয়েশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদীর আত্মঘাতী হামলায় পুলওয়ামায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর দেশজুড়ে অসন্তোষের মধ্যেই ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবমাননাকর, আপত্তিকর মন্তব্যের অভিযোগে তিন কাশ্মীরী ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশের বেরিলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ওই গ্রুপে আরও অনেকে আছে। বিষয়টি জানাজানি হওয়ার পর কর্তৃপক্ষ তদন্ত করে তার ফলের ভিত্তিতে পদক্ষেপ করেছে বলে জানান প্রতিষ্ঠানের রেজিস্ট্রার রাকেশ কুমার। তিনি বলেন, তদন্তের পর ও স্থানীয় গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বুধবার তিন কাশ্মীরী ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দুজনের ফেলোশিপ বন্ধ করা হয়েছে, আরেকজনের ভর্তি বাতিল করা হয়েছে। ফেলোশিপ বন্ধ করে ওই দুই পড়ুয়াকে সাবধান করে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে আর এমন করলে তাদের বহিষ্কার করা হবে। সোস্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য পোস্টের অভিযোগে এর আগে সাসপেন্ড হয়েছেন রুরকির কোয়ান্টাম গ্লোবাল ইউনিভার্সিটির সাত কাশ্মীরী পড়ুয়া।
পুলওয়ামা সন্ত্রাস: কাশ্মীরী পড়ুয়াদের সুরক্ষা চেয়ে কাল পিটিশনের শুনানি সুপ্রিম কোর্টে, সেনা সম্পর্কে আপত্তিকর মন্তব্যে, ৩ কাশ্মীরী ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের
Web Desk, ABP Ananda
Updated at:
21 Feb 2019 02:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -