নয়াদিল্লি: আজ সুপ্রিম কোর্টে পেলেট গানের অপব্যবহারের অভিযোগে কাশ্মীর হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার শুনানি হতে চলেছে। গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করে। কেন্দ্রীয় সরকারকে পেলেট গানের ব্যবহার নিয়ে বিশেষজ্ঞ দলের মতামত সম্বলিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মামলারই শুনানি হতে চলেছে আজ।


কাশ্মীরে পেলেট গান ব্যবহার নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। পেলেট গানে কয়েকশো মানুষের চোখে মারাত্মক আঘাত লেগেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, সরকারের দাবি, নিরাপত্তারক্ষীরা পাথরের আঘাত থেকে বাঁচার জন্যই পেলেট গান ব্যবহার করছেন। পেলেট গানের উপযুক্ত বিকল্পের প্রস্তাব দেওয়ার জন্য গত বছরের জুলাইয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করে কেন্দ্র। অগাস্টে স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষিকে রিপোর্ট দেয় সেই বিশেষজ্ঞ দল। আজ সুপ্রিম কোর্টে সেই রিপোর্টই পেশ করতে পারে কেন্দ্র।