নয়াদিল্লি ও উজ্জয়িনী: সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবি ‘পদ্মাবত’-কে ঘিরে বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। ছবি মুক্তির বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজস্থান ও মধ্যপ্রদেশ প্রশাসন।


আগামী ২৫ তারিখ এই ছবি মুক্তি পাওয়ার কথা। তার আগে, সোমবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার। ছবি মুক্তি নিয়ে আগের নির্দেশ বদল করা হোক বলে শীর্ষ আদালতকে আর্জি করে দুই রাজ্য।


সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামীকাল এই আবেদনের শুনানি হবে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে।


প্রসঙ্গত, ছবি মুক্তির বিরুদ্ধে রাজস্থান ও মধ্যপ্রদেশ সহ চার রাজ্যের ঘোষিত নিষেধাজ্ঞার ওপর গত ১৮ তারিখ স্থগিতাদেশ জারি করে দেশব্যাপী ‘পদ্মাবত’ মুক্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।


পাশাপাশি, ছবিকে সেন্সর বোর্ডের ছাড়পত্রের বিরোধিতা করেও একটি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। গত সপ্তাহে, সেই আবেদনও খারিজ করে শীর্ষ আদালত।



এদিকে, ছবি মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। আর প্রতিবাদ-আন্দোলনে মূল ভূমিকা পালন করছে শ্রী রাজপুত করণী সেনা।


রবিবার হরিয়ানার কুরুক্ষেত্রের একটি শপিং মলে ভাঙচুর করে মুখ ঢাকা দুষ্কৃতীরা। ভিড়ে ঠাসা শপিং মলে চলে গুলিও। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে।


পাশাপাশি, রাঁচিতে একটি প্রেক্ষাগৃহে পদ্মাবতের পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়। হুমকি দেওয়া হয় হলের মালিকদের। গুজরাতে, দুটি বাসে আগুন ধরিয়ে দেয় করণী সেনা।


প্রতিবাদ-বিক্ষোভের ছবি দেখা দিয়েছে মধ্যপ্রদেশেও। সেখানে বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে করণী সেনা সমর্থকরা। কয়েকটি জায়গায় গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি চলে। সরকারি পরিবহণ ভাঙচুর করা হয়।


বিক্ষোভ হয় নয়ডাও। অভিযোগ, করণী সেনার সদস্যরা ডিএনডি ফ্লাইওভারের টোল-প্লাজার কাউন্টারে ভাঙচুর চালানো হয়। অনেককে আটক করেছে পুলিশ।