নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের বিশেষ অধিকার ও সুবিধা দেওয়া সংবিধানের ৩৫এ ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পেশ হওয়া পিটিশনের শুনানি হবে দেওয়ালির পর। এ ব্যাপারে জম্মু ও কাশ্মীর সরকারের অনুরোধ মেনে দেওয়ালির পর শুনানি করতে সম্মত হয়েছে প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের বেঞ্চ।

সুপ্রিম কোর্টের এক বেঞ্চের সামনে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী ও অ্যাডভোকেট সোয়েব আলম জানান, দেওয়ালির পর এই সংক্রান্ত পিটিশনগুলির শুনানি হলে আপত্তি নেই কেন্দ্রেরও। তারপরই বেঞ্চ বলে, সব পিটিশন শুনানির জন্য উঠবে দেওয়ালির পর।

এর আগে শীর্ষ আদালত ওই ধারা সংবিধানের পরিপন্থী হলে বা কোনও পদ্ধতিগত গলদ থেকে থাকলে পাঁচ বিচারপতির বেঞ্চে বিষয়টির শুনানির পক্ষে অভিমত জানিয়েছিল। আদালত বলেছিল, তিন বিচারপতির বেঞ্চ বিষয়টি শুনবে, প্রয়োজনে সেটিতারা ৫ বিচারপতির বেঞ্চের কাছে পাঠাবে।

প্রসঙ্গত, চারু ওয়ালি খান নামে এক মহিলার সংবিধানের ৩৫ এ অনুচ্ছেদ ও জম্মু কাশ্মীরের সংবিধানের ৬ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ করা আবেদনের শুনানি হচ্ছিল সুপ্রিম কোর্টে।
তিনি সংবিধানের নির্দিষ্ট কিছু ধারাকে চ্যালেঞ্জ করেন যাতে কোনও মহিলা ওই রাজ্যের বাইরের কাউকে বিয়ে করলে পরিবারের সম্পত্তির ওপর অধিকার হারাতে হয়। এই বিধি প্রয়োজ্য হয় তাঁর সন্তানের ওপরও।
১৯৫৪ সালে রাষ্ট্রপতির নির্দেশের মাধ্যমে ৩৫ এ ধারাকে সংবিধানে যুক্ত করা হয়। এতে জম্মু ও কাশ্মীরের মানুষকে বিশেষ কিছু অধিকার ও সুবিধা দেওয়া হয়েছে।