নয়াদিল্লি: ব্যাঙ্ক, এটিএম থেকে বাতিল ৫০০, ১০০০ টাকার নোটের বদলে বৈধ নোট পেতে গিয়ে চরম হয়রানির শিকার আমজনতা। পর্যাপ্ত নোটের সরবরাহ না থাকায় নোট বদল হচ্ছে না, এটিএমে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। এই প্রেক্ষাপটেই আগামীকাল বড়  অঙ্কের নোট বাতিলের সরকারি ঘোষণা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া এক গুচ্ছ পিটিশনের শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। দেশবাসীর  মৌলিক অধিকারগুলির মধ্যে জীবন, জীবিকার অধিকার লঙ্ঘিত হয়েছে সরকারি নিষেধাজ্ঞা, এহেন সওয়াল করা হয়েছে পিটিশনগুলিতে। ৮ নভেম্বরের সরকারি বিজ্ঞপ্তির বিরোধিতা করে দায়ের হওয়া চারটি পিটিশনের শুনানি হবে প্রধান বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চে। দুটি পিটিশন দিয়েছেন দিল্লির দুই আইনজীবী বিবেক নারায়ণ শর্মা ও সঙ্গম লাল পান্ডে। বাকি দুটি পিটিশন পেশ করেছেন এস মুথুকুমার ও আদিল আলভি নামে দুই ব্যক্তি।

পিটিশনারদের অভিযোগ, আচমকা ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে জনজীবনে চূড়ান্ত দুর্ভোগ তৈরি হয়েছে। সুতরাং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত বিভাগের বিজ্ঞপ্তিটি বাতিল বা সাময়িক স্থগিত রাখা হোক।

এদিকে কেন্দ্রের তরফেও ক্যাভিয়েট পেশ করে শীর্ষ আদালতকে বলা হয়েছে, বেঞ্চ নোট বাতিলের নির্দেশের বিরুদ্ধে দায়ের হওয়া কোনও পিটিশন শুনতে, রায় দিতে রাজি হলে তার বক্তব্যও যেন শোনা হয়।