সামাজিক প্রকল্পের সুবিধা পেতে বাধ্যতামূলক আধার: সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পিটিশনের শুনানি ৩০ শে
Web Desk, ABP Ananda
Updated at:
27 Oct 2017 07:10 PM (IST)
নয়াদিল্লি: সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার বাধ্যতামূলক, কেন্দ্রের এহেন নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বেঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের শুনানি হবে ৩০ অক্টোবর। বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ রাজ্যের আবেদনের শুনানি করবে বলে জানা গিয়েছে।
সিনিয়র আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আধার না থাকলে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মিলবে না, এই ধারাকে চ্যালেঞ্জ করা হয়েছে রাজ্য সরকারের পিটিশনে।
গত ২৫ অক্টোবর কেন্দ্র শীর্ষ আদালতে জানায়, বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার সংযুক্তিকরণের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। যাদের ১২ ডিজিটের শনাক্তকরণ নম্বর অর্থাত্ আধার এখনও নেই, তাঁদের জন্য সময়ের মেয়াদ বাড়ানো হল।
কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে জানান, এ বছরের ৩১ ডিসেম্বর থেকে আধার সংযুক্তিকরণের সময়সীমা ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত বাড়ছে শুধুমাত্র যাঁদের আধার নেই এবং যাঁরা এতে নাম তুলতে চান, শুধু তাঁদের জন্যই।
বেঞ্চ তাঁকে ফের ৩০ অক্টোবর বিষয়টি উত্থাপন করতে বলার পর বেনুগোপাল অবশ্য জানান, আধার সংক্রান্ত কিছু বিষয়ে তিনি কেন্দ্রের কাছ থেকে নির্দেশ নেবেন। প্রসঙ্গত, সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা পেতে আধার বাধ্যতামূলক করা ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বরের সঙ্গে তা যুক্ত করার সরকারি নির্দেশের বিরুদ্ধে একাধিক পিটিশন সর্বোচ্চ আদালতের বিবেচনাধীন রয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -