নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-র অন্তর্গত মহিলা মহাবিদ্যালয়ের হোস্টেল কর্তৃপক্ষ যে নিয়মাবলী তৈরি করেছে, তা ‘বৈষম্যমূলক’। এই অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের করা হল পিটিশন। সেই পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। যদিও শুনানির কোনও দিন এখনও ধার্য হয়নি।
পিটিশনে বলা হয়েছে, ছাত্রীদের রাত ৮ টার পর বাইরে বেরোনো ও রাত ১০ টার পর মোবাইলে কথাবার্তা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ছাত্রীরা পরতে পারবে না পছন্দের পোশাকও। হোস্টেলে শর্টস পরতে পারবেন না ছাত্রীরা। হোস্টেল রুমে ফ্রি ওয়াই-ফাই ও ইন্টারনেটের ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। খেতে পারবে না আমিষ খাবার। এমনকি, প্রতিবাদ, বিক্ষোভ , এমনকি রাজনৈতিক বিতর্কের যোগ দেওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। অথচ, ছাত্রদের ক্ষেত্রে এমন কোনও নিষেধাজ্ঞা নেই।
এই নিয়মাবলীকে চ্যালেঞ্জ করে কয়েকজন ছাত্রীর পক্ষে সুপ্রিম কোর্টে আর্জি দায়ের করেছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। এই পিটিশনের বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়ে এর দ্রুত শুনানির আর্জি জানান তিনি। প্রধান বিচারপতি বলেছেন, পদ্ধতি মেনে নির্ধারিত দিনে শুনানি হবে।