টুজি: কংগ্রেস নেতারা রায়কে সম্মানের স্মারক বলে ভাবছেন, ইউপিএ-র পলিসিই ছিল দুর্নীতির, তোপ জেটলির
Web Desk, ABP Ananda
Updated at:
21 Dec 2017 03:43 PM (IST)
নয়াদিল্লি: ইউপিএ সরকারের বন্টন করা সব টুজি স্পেকট্রাম বাতিল করে ২০১২-য় সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করলেন অরুণ জেটলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, ওই রায়েই স্পষ্ট, ইউপিএ সরকারের স্পেকট্রাম বন্টনের নীতিতে দুর্নীতি ছিল।
বৃহস্পতিবার বিশেষ আদালত টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি মামলার সব অভিযুক্তকে বেকসুর খালাস করে দেয়। কংগ্রেস এই রায়কে হাতিয়ার করে বর্তমান মোদী সরকার, বিজেপিকে আক্রমণ করতেই পাল্টা জেটলি জানান, মামলায় কেউই দোষী প্রমাণিত হননি, বিশেষ আদালতের এই রায়ের ব্যাপারে তথ্যপ্রমাণ, ইতিহাস খতিয়ে দেখে যথাযথ সিদ্ধান্ত নেবে তদন্তকারী সংস্থাগুলি। জেটলি বলেন, তথ্যেই প্রমাণ, এটা দুর্নীতির ইতিহাস। কংগ্রেস নেতারা অবশ্য আদালতের রায়কে সম্মানের স্মারক বলে ভাবছেন, দেখাতে চাইছেন যে, টুজি স্পেকট্রাম বরাদ্দের পলিসি সত্ ছিল বলে সার্টিফিকেট দিয়েছে আদালত। স্পেকট্রাম বরাদ্দের নীতিটাই যে দুর্নীতিগ্রস্ত, অসত্ ছিল, দুর্নীতি হতে দেওয়াই এর উদ্দেশ্য ছিল, সুপ্রিম কোর্টের রায়ে সেটাই প্রমাণিত হয়েছে। প্রতিটি স্পেকট্রাম বন্টনই অন্যায়, একপেশে বলে বাতিল করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই ফৌজদারি মামলাও শুরু হয়।
স্পেকট্রাম বরাদ্দে কোনও আর্থিক লোকসানই হয়নি, প্রাক্তন টেলিকম মন্ত্রী কপিল সিবলের এই দাবিও উড়িয়ে দেন জেটলি। বলেন, পরবর্তীকালে বিজেপি-এনডিএ আমলের স্পেকট্রাম বন্টনে ২০১৫ সালে ১.১০ লক্ষ কোটি টাকা, ২০১৬-য় ৬৬ হাজার কোটি টাকা এসেছে। ইউপিএ সরকার লাইসেন্স পিছু ১৭৩৪ কোটি টাকা দাম ধার্য করেছিল। মনমোহন সিংহ সরকারকে নিশানা করে জেটলি বলেন, ওরা ২০০১-এর দামের ভিত্তিতে ২০০৭-০৮ সালে লাইসেন্স দিয়েছিল। ওই নীতি রূপায়ণেও বড় ধরনের বেনিয়ম ছিল। কাট-অফ দিন এগিয়ে আনা হয়, 'আগে এলে আগে সুযোগ' নীতির উদ্দেশ্য ছিল বিশেষ কিছু লোককে সুবিধা পাইয়ে দেওয়া। পরে সেই নীতি বদলে হয় 'প্রথমে টাকা দিলে প্রথম সুযোগ', এবং সেটাও বিশেষ কিছু ব্যক্তিকে আগে জানিয়েও দেওয়া হয়। প্রমাণিত হয়েছে যে, তারা পিছনের তারিখে ব্যাঙ্ক ড্রাফট তৈরি করেছিল।
সিবিআই ২০১১-য় দেওয়া চার্জশিটে ১২২টি টু জি স্পেকট্রাম লাইসেন্স বন্টনে সরকারি কোষাগারের ৩০,৯৮৪ কোটি টাকা লোকসান হয়েছে বলে অভিযোগ করে। ২০১২-র ২ ফেব্রুয়ারি সব বরাদ্দ বাতিল করে সুপ্রিম কোর্ট।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -