নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলায় এমনিতেই জেরবার তাঁরা। আক্রান্তের সংস্পর্শে এসে মারণ ভাইরাসের শিকার হচ্ছেন তাঁরা নিজেরাই, চিকিৎসকদের ক্ষেত্রে এরকম ঘটনার খবরও প্রত্যেকদিনই শোনা যাচ্ছে। তবে তার চেয়েও ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। বিভিন্ন জায়গায় ক্ষিপ্ত জনতার হাতে আক্রান্ত হতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। যে অনভিপ্রেত ঘটনা রোখার জন্য এবার স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হলেন এইমস-এর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আরডিএ)-এর সদস্যরা।


স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁরা একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার সাতটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঘটনাও রয়েছে। পাশাপাশি তবলিগি জামাতের সদস্যদের দ্বারা মহিলা নার্সদের হেনস্থার ঘটনাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।

চিঠিতে খুব তাৎপর্যপূর্ণভাবে লেখা হয়েছে, ‘আমরা পেশাদার স্বাস্থ্যকর্মীরা সংক্রমণের চেয়েও বেশি ভয় পাই এই ধরনের হেনস্থা ও নিগ্রহকে।’

প্রসঙ্গত, গত বছর স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের শারীরিক নিগ্রহ বন্ধ করতে একটি বিলের খসড়া তৈরি করা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের মারধর করা অপরাধে সর্বোচ্চ দশ বছরের কারাবাসের সাজার কথা বলা হয়েছে ওই প্রস্তাবিত আইনে।