ইন্দোর: ২,০০০ টাকার নোট তুলে তার কালার ফটোকপি করে তা দিয়েই দোকানির চোখে ধুলো দিল ৪ খুদে পড়ুয়া। মধ্যপ্রদেশের শাজাপুরের ওই ৪ ছাত্র স্থানীয় একটি মিল্ক পার্লারের দোকানে ফটোকপিটি গছিয়ে দিয়ে মনের সুখে একগাদা মিষ্টি আর আইসক্রিম হাতিয়ে নিয়ে গেছে।
ভোর ছটা নাগাদ স্কুল ব্যাগ কাঁধে ওই ছাত্ররা সম্ভবত স্কুলই যাচ্ছিল। পথে ওই মিল্ক পার্লারটি দেখে তাদের মাথায় দুষ্টু বুদ্ধি জাগে। ২,০০০ টাকার ‘নোট’ বাড়িয়ে দিয়ে ২০০ টাকার দুধ আর মিষ্টি কেনে তারা, ১,৮০০ টাকা পকেটস্থ করে স্মার্টলি স্কুলের পথে হাঁটা দেয়। নতুন, কড়কড়ে ২,০০০ টাকার 'নোট' দেখে দোকানি গোপালকৃষ্ণ যাদবও কোনও আপত্তি করেননি।
কিন্তু বিকেল নাগাদ সন্দেহ হয় তাঁর। ছেলেকে সব বলে দুজনে মিলে স্থানীয় ব্যাঙ্কে যান। ব্যাঙ্ক কর্মীরা জানান, নোট নয়, নোটের রঙিন ফটোকপি দিয়ে তাঁদের বোকা বানানো হয়েছে। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, গোপালকৃষ্ণ অভিযুক্তদের চিহ্নিত করতে পারেননি। তবে বলেছেন, তাদের কাঁধে স্কুল ব্যাগ ছিল। এ নিয়ে এখনও মামলা রুজু না হলেও বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
এও হয়! ২,০০০ টাকার নোটের জেরক্স করে মিষ্টি কিনল মধ্যপ্রদেশের শাজাপুরের ৪ পড়ুয়া
ABP Ananda, Web Desk
Updated at:
18 Nov 2016 09:29 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -