শোনভদ্রর ইলেকট্রিসিটি বোর্ড জুনিয়র হাই স্কুলের প্রিন্সিপাল মীনা সিংহর এই কীর্তি ঘিরে নিন্দার ঝড় উঠেছে।
জানা গেছে, প্রিন্সিপাল অষ্টম শ্রেণির পড়ুয়াদের কয়েকটি সংস্কৃত শ্লোক মুখস্ত করে আসতে বলেছিলেন। ১৫ জন ছাত্রী তা করতে পারেননি।
প্রথমে ওই ছাত্রীদের ‘মুর্গা-শাস্তি’ (দুই হাঁটুর মাঝখান দিয়ে হাত নিয়ে গিয়ে কান ধরা) দেন। এই ধরনের সাজা স্কুলে নিষিদ্ধ।
ওই নিষিদ্ধ সাজা দেওয়ার পর প্রিন্সিপাল ওই ছাত্রীদের স্কার্ট খুলে স্কুল চত্বরে দুই ঘন্টা হাঁটতে বাধ্য করলেন।
ছাত্রীরা বাড়িতে সব কথা জানানোর পর অভিভাবকরা স্কুলে এসে প্রতিবাদ জানান। প্রিন্সিপাল অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি শুধু ছাত্রীদের পড়া করতে না পারার কথা ছাত্রীদের বাড়িতে জানাতে বলেছিলেন।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর ব্লক শিক্ষা দফতর ওই প্রিন্সিপালকে সাসপেন্ড করেছে। ব্লকের এক শিক্ষা আধিকারিক বলেছেন, ঘটনার তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে।