নয়াদিল্লি: ছাত্রছাত্রীদের খেলাধুলোর অভ্যেস বাড়াতে স্কুলগুলির জন্য নতুন নির্দেশিকা আনল সিবিএসই। তাতে বলা হয়েছে, তাদের আওতায় থাকা প্রতিটি স্কুলে রোজ একটি করে খেলার পিরিয়ড থাকবে। এর ফলে ছেলেমেয়েদের শারীরিক কসরত হবে, সারাক্ষণ বসে না থেকে ঘাম ঝরানোয় তাদের শরীরও সুস্থ থাকবে বলে বোর্ডের ধারণা।

নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য একটি ১৫০ পাতার নির্দেশিকা তৈরি করেছে সিবিএসই। তাতে খেলাধুলো সম্পর্কে স্পষ্ট নির্দেশ দিয়েছে তারা, তা কার্যকর করার পদ্ধতিও বলে দিয়েছে। নির্দিষ্ট পিরিয়ডে রোজ প্রতিটি ছেলেমেয়েকে খেলার মাঠে যেতে হবে, সেখানে নির্দেশিকায় থাকা যে কোনও শারীরিক কসরত করতে পারবে তারা, সে জন্য গ্রেডও দেওয়া হবে।

সিবিএসই জানিয়েছে, সুস্বাস্থ্য শুধু শারীরিক অসুস্থতার অনুপস্থিতি নয়, শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক- সব রকম ভাল থাকা তার সঙ্গে জড়িত। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্বাস্থ্য ও শারীর শিক্ষা আবশ্যক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আধুনিক জীবনযাত্রায় ছেলেমেয়েদের মধ্যে যে বসে থেকে সময় কাটানোর প্রবণতা বেড়েছে তা ঠেকানো যাবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই প্রতিটি সিবিএসই স্কুলকে রোজ ১টি করে খেলার পিরিয়ড রাখা অত্যাবশ্যক করার নির্দেশ দেওয়া হয়েছে।