দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে রাতভর গুলির লড়াইয়ের পর রবিবার মৃত্যু হয়েছে ভান্দোরিয়া গোপাল সিংহ ও রঘুবীর সিংহের। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেন সহবাগ। কিন্তু মহম্মদ উমের নামে কাশ্মীরের এক বাসিন্দা এই দুই জওয়ান সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করে।
এই ট্যুইট দেখে আর নিজেকে সামলে রাখতে পারেননি সহবাগ। তিনি লেখেন, এই ধরনের লোকদের বর্ণনা দেওয়ার মতো শব্দ অভিধানে নেই।