গোরক্ষপুর: করোনা সারাল মাতৃদুগ্ধ! তিন মাসের সন্তানকে করোনামুক্ত করে নিয়ে বাড়ি ফিরলেন মা! উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্বর্ধন জানালেন হাসপাতালের সমস্ত চিকিৎসক থেকে স্বাস্থকর্মীরা থেকে শুরু করে জেলাপ্রসাশক, কমিশনার।

কথায় বলে, মাতৃদুগ্ধ জীবনদায়ী। অক্ষরে অক্ষরে সেই কথার প্রমাণ মিলল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাব রাঘবদাস মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায়। তিন মাসের শিশুর জ্বর নিয়ে হাসপাতালে এসেছিলেন মা। পরীক্ষা করে করোনা সংক্রমণের হদিশ মেলে শিশুর শরীরে। মনে করে হচ্ছে আত্মীয়ের থেকে তার শরীরে প্রবেশ করে করোনাভাইরাস। করোনা নেগেটিভ ছিলেন মা।

চিকিৎসকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শিশুর মা কে সংক্রামিত হওয়ার হাত থেকে বাঁচানো। অথচ শিশুর দেখভাল করতে হবে তাঁকেই। শিশু ও মাকে রাখা হয় আইসোলেশনে। সমস্তরকম সুরক্ষার ব্যবস্থা করা হয় মায়ের জন্য। হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে কেবল জ্বর ছাড়া আর কোনও সংক্রমণের লক্ষণ ছিল না। ফলে কেবল প্যারাসিটামল দেওয়া হয়েছিল তাকে। দিতে হয়নি অন্য কোনও ওষুধ।

পর্যবেক্ষণে রাখার পর, শনি ও রবিবারের পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে মা ও শিশুর। বিআরডি কলেজের অধ্যক্ষ চিকিৎসক গণেশ কুমার জানান, মাতৃদুগ্ধ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়েছে ওই শিশু। তাতেই সে হারিয়েছে করোনা সংক্রমণকে।

সুস্থ শিশুকে নিয়ে বাড়ি ফেরার সময় মা ও শিশুকে 'স্টান্ডিং ওভেশন' বা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্বর্ধনা জানান, জেলা প্রশাসক বিজেন্দ্র পন্ডিয়ান, কমিশনার জয়ন্ত নারলিরকর ও  বিআরডি কলেজের চিকিৎসক ও স্বাস্থকর্মীরা।