নয়াদিল্লি: সংবাদমাধ্যমের আত্ম-নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (পিসিআই)-র স্বর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পঠানকোট-কাণ্ডে সংবেদনশীল খবর দেখানোর অভিযোগে সম্প্রতি এক জাতীয় স্তরের চ্যানেল সহ তিন সংবাদমাধ্যমের ওপর এক দিনের নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উচ্চপর্যায়ের কমিটি। যদিও সেই সিদ্ধান্তকে আপাতত স্থগিত করা হয়।
তবে, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয় সাংবাদিক-মহল। তাদের অভিযোগ, এইভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে সরকার। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে।
সেই প্রসঙ্গের জবাবে ঘুরিয়ে এদিন মোদী জানান, সংবাদমাধ্যমের কাজে সরকার হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে তাদের উচিত আত্ম-নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবর্তন করা। কারণ, পরিবর্তন কখনই বাইরে থেকে সম্ভব নয়।
সংবাদমাধ্যমের আত্ম-নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মহাত্মা গাঁধীর উক্তি স্মরণ করেন মোদী। বলেন, তিনি (মহাত্মা) মনে করতেন, নিয়ন্ত্রণহীন লেখা সমস্যার সৃষ্টি করতে পারে। উল্টোদিকে, সংবাদমাধ্যমের ওপর বাইরে থেকে চাপসৃষ্টি করলে তা আরও ভয়ঙ্কর।
মোদী জানান, সরকারের উচিত নয় সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করার। আবার এটাও সত্যি যে, আত্ম-নিয়ন্ত্রণ এতটাও সহজ নয়। তাই পিসিআই-এর মতো প্রতিষ্ঠানের উচিত সময় অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি সামাল দেওয়া।
একইভাবে, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ নিয়েও মুখ খোলেন মোদী। বিহারে সাম্প্রতিককালে দুই সাংবাদিক হত্যার প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, সত্যকে চাপা দেওয়ার এটা অত্যন্ত বিপজ্জনক ও কষ্টদায়ক চেষ্টা।