মুম্বই: গত এক বছরে দেশে ১.০৯ কোটি চাকরি কমেছে বলে সেন্টার ফর মনিটরিং ইকনমির (সিএমআইই) রিপোর্টের দাবিকে হাতিয়ার করে বিজেপি, নরেন্দ্র মোদিকে কটাক্ষ শিবসেনার। দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে কেন্দ্র ও মহারাষ্ট্রে বিজেপি সরকারের শরিক শিবসেনা বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭০ লক্ষ কাজ সৃষ্টির কৃতিত্ব দাবি করলে এক বছরে ১.০৯ কোটি কাজ চলে যাওয়ার দায়ও তাঁকে নিতে হবে। যে যুবসমাজ তাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল, তারা আবার তাদের ক্ষমতাচ্যুত করতে পারে বলেও বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছে শিবসেনা। উদ্ধব ঠাকরের দল বলেছে, বিজেপি সরকারের কাজের আশায় থাকা বেকার ছেলেমেয়েদের আবেগ নিয়ে ছেলেখেলা করা উচিত নয়।
বিজেপিকে নিশানা করে তারা আরও বলেছে, প্রথমে বিরাট প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু গত ৪ বছরে তার কিছুই বাস্তবায়িত হয়নি। কর্মসংস্থানের বুদবুদ ফেটে গিয়েছে সিএমআইইয়ের রিপোর্টেই। সবাইকে কাজ দিতে পারায় সরকারের অপারগতার ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী ও বিজেপি সভাপতি অমিত শাহের আগের মন্তব্যেরও উল্লেখ করেছে শিবসেনা। বলেছে, আপনারা যদি প্রত্যেককে কাজ না-ই দিতে পারেন, তবে কেন বছরে ২ কোটি কর্মসংস্থানের জুমলা অর্থাত বড় নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন? এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, বেশিদিন তা ঢেকে রাখা যাবে না। শুধু শহরে নয়, গ্রামীণ এলাকায়ও কাজ চলে গিয়েছে বলে দাবি করেছে শিবসেনা। বলেছে, প্রধানমন্ত্রী ‘মোদি বেটি বাঁচাও. বেটি পড়াও’ এর কথা, মহিলা ক্ষমতায়নের দাবি করেই যাচ্ছেন, কিন্তু প্রায় ৬৫ লক্ষ মহিলা কাজ হারিয়েছেন।