মুম্বই: দেশে লোকসভা আসন সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, ৮০টি। তারপরই মহারাষ্ট্রে, ৪৮টি। গত শনিবার মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ ও রাজ্য বিজেপি সভাপতি রাওসাহেন দানভে দাবি করেন, আসন্ন লোকসভা ভোটে ৪৮টির মধ্যে ৪৩টিই তাঁরা জিতবেন, ২০১৪-র থেকে একটি বেশি আসবে। কিন্তু আজ এই দাবিকে শিবসেনার কটাক্ষ, রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। বিজেপি শাসিত মহারাষ্ট্রে এত সমস্যা চলছে, তাদের সঙ্গে জোট গঠনের বিষয়টিও ঝুলে রয়েছে, সেখানে বিজেপি এতগুলি আসন পাওয়ার কথা ভাবছে কী করে?
কেন্দ্র ও মহারাষ্ট্রের বিজেপি সরকারের শরিক হলেও ভবিষ্যতের সব নির্বাচনে একলা লড়ার কথা গত বছরই ঘোষণা করেছে উদ্ধব ঠাকরের দল। বিজেপি অবশ্য শিবসেনার সঙ্গে প্রাক-নির্বাচনী জোট হবে বলে প্রায়ই আশা প্রকাশ করছে।
শিবসেনা আজ দলীয় মুখপত্র সামনা-য় বলেছে, বর্তমানে একাধিক সমস্যায় জর্জরিত মহারাষ্ট্র। বিজেপি নেতৃত্বাধীন সরকার আহমেদনগরে চাষিদের মেয়েদের আন্দোলন দমনের চেষ্টা করেছে। এবার পেঁয়াজ চাষি, দুগ্ধ উত্পাদকরা ভাল রিটার্ন পাননি। শিক্ষকরা সরকারি স্কুলে ২৪০০০ ফাঁকা পদ পূরণের দাবিতে আন্দোলন চালাচ্ছেন, গত ৪ বছরে সরকার পরিচালিত আশ্রয় হোমে হাজারের বেশি শিশু মারা গিয়েছে। এসবের কোনও সমাধান সরকারের কাছে নেই, কিন্তু তারা নিশ্চিত, ৪৩টি লোকসভা কেন্দ্রে জিতবে। রাজনীতি বেশি গুরুত্ব পাচ্ছে মানুষের সমস্যার থেকে। ঠান্ডা আবহাওয়ায় যেমন কখনও কখনও শিশির বরফে পরিণত হয়, তেমনই শাসকদের মনও বদ্ধ হয়ে গিয়েছে।
২০১৪-র বিধানসভা ভোটের আগে বিজেপির শিবসেনার সঙ্গে সম্পর্ক ভাঙার প্রতি ইঙ্গিত করে শিবসেনা বলেছে, আগামী লোকসভা নির্বাচনের আগে দুদলের জোট গঠন ঝুলে থাকার জন্য দায়ী বিজেপিই। আমরা এমন পরিস্থিতি তৈরি করিনি। এই পাপের বীজ পুঁতেছে বিজেপি।
ফের অযোধ্যায় রামমন্দির তৈরির দাবি তুলে বিজেপিকে একহাত নিয়েছে শিবসেনা। বলেছে, ইভিএম বিজেপির পক্ষে থাকলে, ওরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে তারা মহারাষ্ট্রে ৪৮টি আসনই জিততে পারে। লন্ডন, আমেরিকাতেও বিজেপি পদ্মফুল ফোটাতে পারে, কিন্তু ওদের বলা উচিত, কেন এখনও রামমন্দির তৈরি হল না।
মহারাষ্ট্রে ৪৩টি আসনে জিতবে, বিজেপির দাবিকে কটাক্ষ, লন্ডন, আমেরিকাতেও পদ্মফুল ফোটাতে পারে, কিন্তু বলুক, কেন এখনও রামমন্দির তৈরি হল না! বলল শিবসেনা
Web Desk, ABP Ananda
Updated at:
11 Feb 2019 08:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -