লখনউ: উত্তরপ্রদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই বেছে বেছে যাদব পদবির পুলিশকর্মীদের সাসপেন্ড বা রিজার্ভ লাইনে বদলি করা হচ্ছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা প্রচণ্ড চাপে আছেন। তাঁরা এই কাজ করতে বাধ্য হচ্ছেন। আজ সকালে ট্যুইট করে এমনই অভিযোগ করেন লখনউয়ের আইপিএস অফিসার হিমাংশু কুমার। পরে অবশ্য তিনি সেই ট্যুইট মুছে দিয়েছেন। যদিও এই ট্যুইট ঘিরে বিতর্ক শুরু হয়েছে।


২০১০-এর ব্যাচের আইপিএস হিমাংশু। এর আগে তিনি মণিপুরী ও ফিরোজাবাদের পুলিশ সুপার ছিলেন। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন তাঁকে লখনউয়ের ডিজিপি-র সদর দফতরে বদলি করেছে।


আজ সকালে প্রথমে যাদবদের বদলি, সাসপেন্ডের অভিযোগ করার পর ট্যুইট মুছে দিলেও, কিছুক্ষণ পরেই ফের ট্যুইট করে তিনি দাবি করেন, কিছু মানুষ তাঁকে ভুল বুঝেছে। তিনি সরকারের এই উদ্যোগকে সমর্থন করছেন। কিন্তু ডিজিপি-র দফতরের বিরুদ্ধে জাত-পাতের ভিত্তিতে পুলিশকর্মীদের শাস্তি দেওয়ার অভিযোগে অনড় থাকেন হিমাংশু।