নয়াদিল্লি: বাজার খুলতেই সেনসেক্সের রেকর্ড উত্থান। প্রথমবার ৩৩ হাজার পেরোল শেয়ার সূচক। ১০ হাজার ৩৪০ পেরিয়ে রেকর্ড গড়ল নিফটি। দাম চড়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শেয়ারেরও। ১৪ শতাংশ বেড়েছে এলাহাবাদ ব্যাঙ্কের শেয়ারের দাম।ব্যাঙ্ক অব বরোদার শেয়ারের দাম চড়েছে ২৫ শতাংশ। স্টেট ব্যাঙ্কের শেয়ারের দাম বাড়ে ১৯.৪৭ শতাংশ। অন্যদিকে দুই বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ও অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারও দিনের শুরুতে আট শতাংশ বেড়ে যায়।
গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্যাঙ্কিং পরিষেবায় সংস্কারের লক্ষ্যে আগামীদিনে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেছিলেন। পরিকাঠামো ও ব্যাঙ্কের পুঁজিতে বাড়তি অর্থ ঢালার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি ৮৪ হাজার কিলোমিটার সড়ক তৈরিতে ৭ লক্ষ কোটি টাকা ব্যয় এবং ব্যাঙ্কের পুঁজিতে ২.১১ লক্ষ কোটি টাকার নতুন জোগানের কথা জানান।আজ শেয়ার বাজারের তেজিভাব সেই ঘোষণারই ফলশ্রুতি বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।