মুম্বই: মন্দায় চলা ক্ষেত্রগুলিকে চাঙ্গা করতে কেন্দ্র কোনও উদ্দীপক পদক্ষেপ ঘোষণা না করায় তার প্রভাব পড়ল শেয়ার বাজারে। বৃহস্পতিবার, এক ধাক্কায় ৫৮৭ পয়েন্ট পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। সবচেয়ে ক্ষতি হয়েছে ইক্যুইটি মার্কেটের। যার জেরে ব্যাঙ্কিং থেকে গাড়ি ও ধাতু সংক্রান্ত সেক্টরে দামে ব্যাপকহারে পতন হয়েছে। একইসঙ্গে, পড়েছে টাকার দামও। মার্কিন ডলারের তুলনায় গত ৮ মাসে সর্বনিম্ন হল টাকার দর।
এদিন সেনসেক্স ১.৫৯ শতাংশ পড়ে বন্ধ হয়েছে ৩৬,৪৭২.৯৩ পয়েন্টে। একইভাবে, পতন হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও। এনএসই সূচক নিফটি ১৭৭ পয়েন্ট বা ১.৬২ শতাংশ পড়ে বন্ধ হয়েছে ১০,৭৪১.৩৫-এ। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম জানান, মন্দায় চলা ক্ষেত্রগুলিকে চাঙ্গা করতে করদাতাদের টাকা খরচ হলে তা বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গর্গ জানান, আর্থিক প্যাকেজ ঘোষণা করার চেয়ে সুদের হার কমানো বা বেসরকারি সংস্থাকে ঋণ দেওয়া ভাল।
বিশেষজ্ঞদের দাবি, এই মন্তব্যগুলি শেয়ার মার্কেটে প্রভাব ফেলে। যার জেরে ধস নামে বাজারে। বম্বে স্টক এক্সচেঞ্জের এদিনের পতনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংস্থার নাম ইয়েস ব্যাঙ্ক। তাদের শেয়ার দর প্রায় ১৪ শতাংশ পড়েছে। পাশাপাশি বড় পতন হয়েছে বেদান্ত, বাজাজ ফিনান্স, টাটা মোটর্স। এছাড়া ক্ষতির মুখ দেখতে হয়েছে ওএনজিসি, এসবিআই, হিরো মোটোকর্প, আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা স্টিল, এইচডিএফসি এবং আরআইএল-কে।
ক্ষেত্রের হিসেবে সবচেয়ে ধাক্কা খেয়েছে রিয়ালটি সেক্টর। এছাড়া মেটাল, ফিনান্স, তেল, ব্যাঙ্ক ও জ্বালানির ক্ষেত্রেও মন্দা গিয়েছে।