শ্রীনগর: কাশ্মীর সরকারের পোস্টারে এবার বিচ্ছিন্নতাবাদী নেত্রী জেলবন্দি আসিয়া আন্দ্রাবি। তাও বেটি বাচাও বেটি পড়াও পোস্টারে।


জীবনে সাফল্য অর্জন করা ১২ জন মহিলার ছবি প্রকাশ করেছে জম্মু কাশ্মীর সরকার। তাতে ছাপিয়েছে সন্ত্রাসে অভিযুক্ত জেলবন্দি আন্দ্রাবির বোরখায় মুখ ঢাকা ছবি। একই পোস্টারে রয়েছেন লতা মঙ্গেশকর, সানিয়া মির্জা, কিরণ বেদী, ইন্দিরা গাঁধী, মাদার টেরেসা, কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও রাজ্যের স্বাস্থ্য দফতরের উপমন্ত্রী আসিয়া নাকাস।

দক্ষিণ কাশ্মীরের কোকারনাগ শহরে ছাত্রীদের শিক্ষা প্রসার সংক্রান্ত এক অনুষ্ঠানে এই পোস্টার প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও সরকারি কর্তারা।

ক্ষমতাসীন পিডিপি-বিজেপি জোট এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি। রাজ্য সরকারের মুখপাত্রও এ নিয়ে নীরব।

তবে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে হইচই শুরু হওয়ায় অনন্তনাগ জেলা শাসকের সই না করা একটি নির্দেশনামা সামনে এসেছে, তাতে সাসপেন্ড করা হয়েছে স্থানীয় চিফ ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার শামিমা আখতারকে। বেটি বাচাও বেটি পড়াও –এর অনুষ্ঠানে এমন ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে তদন্ত হবে বলে জানানো হয়েছে।

দুখতরন ই মিলাদ সংগঠনের পাকিস্তানপন্থী নেত্রী আন্দ্রাবি বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য পাবলিক সেফটি অ্যাক্টে বর্তমানে জেলবন্দি। ইউএপিএ সহ বহু আইনে মামলা ঝুলছে তাঁর ওপর।