রক্তে আইজিজি অ্যান্টিবডি দেখে বলে দেওয়া যায় সেই ব্যক্তি সংক্রমিত কি না। অ্যান্টিবডি টেস্ট করার এই প্রক্রিয়াকেই বলে সেরো সার্ভে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বৃহস্পতিবার জানান যে, রাজ্যের মোট ৫৮ লাখ মানুষের দেহে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। দক্ষিণ-পূর্ব দিল্লির ৩৩.২ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। অন্যদিকে, দিল্লি শহরে ২৪.৬ শতাংশের শরীরে রয়েছে অ্যান্টিবডি। তবে বিজ্ঞানীরা বলছেন, হার্ড ইমিউনিটি তখনই বলা হবে, যখন অন্তত ৪০ শতাংশ মানুষের দেহে অ্যান্টবডি তৈরি হয়ে যাবে।
সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহে ফের সেরো সার্ভে হবে দিল্লিতে।