নয়াদিল্লি: আগামী বছরের গোড়াতেই ভারতে মিলবে করোনা-টিকা। এমন সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। কিন্তু সেই টিকার দাম কত হবে, আদৌ তা সর্বসাধারণের আয়ত্তের মধ্যে থাকবে কিনা তা নিয়েও চলছে বিস্তর জল্পনা। সেরাম ইনস্টিটিউট জানিয়েছে তাদের করোনা-টিকার ডোজ প্রতি দাম হতে পারে ২৫০ টাকা।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা জুটির করোনা প্রতিষেধক ভারতে তৈরি করছে, সেরাম ইনস্টিটিউট। করোনা প্রতিষেধকের ক্ষেত্রে কোভিশিল্ডের উপর ভরসা করছে ভারত। কারণ এই টিকা অপেক্ষাকৃত সস্তা এবং সহজলভ্য হবে বলে আগেই জানা গিয়েছিল। কিছুদিন আগে সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা জানিয়েছিলেন বাজারে তাদের টিকার ডোজ প্রতি দাম হবে হাজার টাকা। তবে ভারত সরকার যদি বেশি পরিমাণে তাদের থেকে টিকা কেনে তাহলে দাম আরও নামতে পারে বলেও জানিয়েছিলেন পুনাওয়ালা।টিকা উৎপাদনের নিরিখে বিশ্বের সবচেয়ে বড় সংস্থা সেরাম ইনস্টিটিউিট অব ইন্ডিয়া শীঘ্রই কেন্দ্রের সঙ্গে টিকা সংক্রান্ত চুক্তি করতে চলেছে। ওই চুক্তি বাস্তবায়িত হলে সেরামের টিকার দাম একধাপে অনেকটা কমবে। ডোজ প্রতি টিকার দাম হতে পারে ২৫০, একটি সংবাদপত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
পুনাওয়ালা জানিয়েছেন ভারতে টিকা সরবরাহ তাদের অগ্রাধিকার। বিদেশে বাজার ধরার আগে ভারতের বাজার ধরতে সেরাম আগ্রহী বলে সূত্রের খবর।
ভারতে দুটি টিকা পরীক্ষামূলক প্রয়োগ পর্বের তৃতীয় ধাপে রয়েছে। একটি হল অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা জুটির কোভিশিল্ড। অন্যটি হল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। আশা করা হচ্ছে জানুয়ারির মধ্যে এই দুটি টিকা পাওয়া যাবে। বাকি চারটি সংস্থার টিকা পেতে পেতে হয়তো এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।