সিরাম ইনস্টিটিউট সম্প্রতি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের আপৎকালীন ব্যবহারের অনুমতি দানের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছিল। সংবাদসংস্থা এএনআই এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে যে, সিরাম ইনস্টিটিউটের আবেদন নিয়ে বিবেচনা করতে আজ বৈঠকে বসবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার এসইসি।
বৈঠকে সিরামের ভ্যাকসিন সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। এসইসি করোনা ভ্যাকসিনের ডেটা পর্যালোচনার পর তাদের সুপারিশ জানাবে। এই সুপারিশ করা হবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। এর ভিত্তিতেই ছাড়পত্র সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বের সবচেয়ে বৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিনের জরুরিকালীন ব্যবহারের জন্য আবেদন জানিয়েছে। সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার কোভিড-১৯ ভ্যাকসিনের নাম দিয়েছে কোভিশিল্ড। সিরাম ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের বেশ কয়েক কোটি ডোজ তৈরি করে ফেলেছে। এরইমধ্যে ব্রিটেনেও অক্সফোর্ডের এই করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে।
কয়েকদিন আগেই সিরাম-কর্তা আদর পুনাওয়ালা বলেছিলেন যে, ব্রিটেন থেকে খুব শীঘ্রই সুখবর আসতে পারে। ভারতেও কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়া যেতে পারে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। সিরাম ইনস্টিটিউটের ২০২১-এর মার্চ পর্যন্ত ১০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।