২০১৯-এর ভোটে উত্তরপূর্ব থেকে ২১টা আসন চাই, টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ
Web Desk, ABP Ananda
Updated at:
24 Mar 2018 03:56 PM (IST)
গুয়াহাটি: ২০১৯ এর লোকসভা ভোটে উত্তরপূর্ব ভারতের ২৫টি আসনের মধ্যে ২১টি জয়ের টার্গেট দিলেন অমিত শাহ। আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে কোমর বেঁধে নেমে পড়তে দলীয় কর্মীদের ডাক দিয়েছেন বিজেপি সভাপতি।
শনিবার এখানে বিজেপির বুথ ইউনিট প্রধানদের সভায় তিনি বলেন, ২০১৯ এর নির্বাচন আসছে। আপনাদের টার্গেট দিলাম, উত্তরপূর্বের ২৫টার মধ্যে ২১টার বেশি আসন জিততে চাই আমরা। মিজোরাম বাদে উত্তরপূর্বের বাকি সব রাজ্যে সরকার চালাচ্ছে নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)। সুতরাং এই সাফল্য আরও এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের।
২০১৪-র শেষ লোকসভা ভোটে এই অঞ্চল থেকে বিজেপি ৮টি আসন পেয়েছিল বলে উল্লেখ করেন তিনি। অসম শাখাকে দলের নেটওয়ার্কের বিস্তার ঘটাতে, ভোটার তালিকার প্রতিটি পাতার জন্য ইনচার্জ বা পেজ প্রমুখ নিয়োগ করতেও বলেন তিনি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -