নয়াদিল্লি: প্রশাসনিক কাজে হিন্দি ভাষার ব্যবহারের পক্ষে জোরাল সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। তিনি বললেন, স্বাধীনতার ৬৮ বছর পরও ইংরেজি ভাষার ‘দাসত্ব’ থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি। এটা খুবই লজ্জার।
হিন্দি সালাহকার কমিটির বৈঠকে উমা বলেন, ৬৮ বছর হয়ে গেল ইংরেজ এই দেশ ছেড়েছে। কিন্তু তারপরও আমরা ইংরেজির দাসত্ব থেকে মুক্ত হতে পারিনি। এটা খুবই দুঃখের ও লজ্জার। যে সমাজ নিজের ভাষা নিয়ে গর্বিত নয়, তারা মেরুদণ্ডহীন।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ইংরেজির জাল থেকে বেরিয়ে আসতে না পারাটা আসলে মানসিক অসুস্থতা। এর চিকিত্সা প্রয়োজন।
উমা সরকারি আধিকারিকদের তাঁদের ফাইলে মন্তব্য লেখার সময় হিন্দি ভাষা ব্যবহার করতে বলেছেন। শুধু তাই নয়, তাঁর মন্ত্রকের গুরুত্বপূর্ণ বৈঠক, সম্মেলন ও অন্যান্য কর্মসূচীর বিষয়বস্তু প্রস্তুতির সময় হিন্দির ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন উমা। কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী বলেছেন, একমাত্র প্রয়োজন পড়লেই ইংরেজি বা উর্দু ভাষার ব্যবহার করতে হবে।
বৈঠকে ছিলেন মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জীব বাল্যন। তিনিও বলেছেন, হিন্দির ব্যবহারের জন্য প্রত্যেকেরই গর্বিত হওয়া উচিত।
স্বাধীনতার এতদিন পরেও ইংরেজি ভাষার দাসত্ব লজ্জার: উমা ভারতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jul 2016 03:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -