নয়াদিল্লি: রাজ্যসভায় জেডিইউ দলনেতার পদ থেকে বহিষ্কৃত হলেন শরদ যাদব। সোমবার, তাঁকে দলের পদ থেকে সরিয়ে দেন জেডিইউ সাংসদরা।


জানা গিয়েছে, রাজ্যসভায় শরদ যাদবের স্থলাভিষিক্ত হচ্ছেন প্রবীণ জেডিইউ নেতা আরসিপি সিংহ। এদিন জেডিইউ সাংসদরা রাজ্যসভা চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে আরসিপি সিংহের নিয়োগপত্র পেশ করেন।


প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রীর অনুগত সৈনিক হলেন আরসিপি সিংহ। রাজ্যসভায় জেডিইউ-র ১০ সদস্য রয়েছে। এর মধ্যে গতকাল রাতেই শরদ-ঘনিষ্ঠ আনোয়ার আলিকে সাসপেন্ড করে দল। কারণ, দলীয় হুইপকে অমান্য করে আনোয়ার কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকা বিরোধীদের বৈঠকে হাজির হয়েছিলেন।


সম্প্রতি, বিহারে মহাজোট ভেঙে এনডিএ-র সঙ্গে হাত মিলিয়ে বিহারে সরকার গঠন করার জন্য দলীয় সভাপতি নীতীশ কুমারের সমালোচনা করেছিলেন শরদ যাদব। যে কারণে, তাঁকে দলের রোষে পড়তে হয়। একইসঙ্গে নীতীশের সঙ্গে ক্রমশ তাঁর দূরত্বও বাড়ছিল।


শরদ বর্তমানে বিহার সফর করছেন। তিনি জানান, তাঁর বিশ্বাস, তিনিই হলেন আসল জেডিইউ। শরদ যোগ করেন, তিনি এখনও আরজেডি ও কংগ্রেসকে নিয়ে তৈরি মহাজোটের অঙ্গ। বলেন, জেডিইউ কেবলমাত্র নীতীশ কুমারের দল নয়। তিনি আরও বলেন, আসল জেডিইউ তাঁর সঙ্গে রয়েছে। নীতীশের সঙ্গে যাঁরা রয়েছেন, তাঁরা সরকারি জেডিইউ।