নয়াদিল্লি: বিজেপি নেত্রী সাজিয়া ইলমি অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁকে যৌন হেনস্থা করা হচ্ছে, তাঁর পেজে এসে নাম না জানা কয়েকজন অশ্লীল মন্তব্য লিখে যাচ্ছে। দিল্লি পুলিশে এ ব্যাপারে এফআইআর করেছেন তিনি।

যৌন কেলেঙ্কারির অভিযোগে ধরা পড়া আম আদমি পার্টির মন্ত্রী সন্দীপ কুমারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন আপ ছেড়ে বিজেপিতে আসা ইলমি। তারপর থেকেই তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করা চলছে। দিল্লি পুলিশের ইকনমিক অফেন্স উইং-এ তিনি অভিযোগ দায়ের করেছেন।

এফআইআরের পর সাজিয়ার টুইট





যারা তাঁর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেছে, পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে বলে তিনি জানিয়েছেন।

টুইটারে একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে সাজিয়া অভিযোগ করেন, যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত সন্দীপ কুমারের সঙ্গে দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকারের যোগসাজস রয়েছে। তারপরেই শুরু হয় তাঁর বিরুদ্ধে আক্রমণ।