মুম্বই: আরব সাগরের তীরে বিস্ফোরণের রেশ এবার এসে পড়ল গঙ্গাপাড়েও! কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের পর পার্টি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শার্লিন চোপড়া! বলিউডের সঙ্গে টেনে আনলেন ক্রিকেটকেও!


“কলকাতায় কেকেআরের আফটার ম্যাচ পার্টিতে দেখেছিলাম ক্রিকেটার, বলিউডের সেলিব্রিটি, সবাই দম মারো দম-এ ব্যস্ত, ডান্সের পর মুখে-চোখে জল দিতে যাই ওয়াশরুমে, গিয়ে দেখি সুপারস্টারদের স্ত্রী-রা সাদা পাউডার নিচ্ছেন, যাকে বলে কোকেন, এসআরকে ছিলেন পার্টিতে, সেদিন বুঝেছিলাম বলিউড পার্টি মানে কী”, এবিপি নিউজে বিস্ফোরক অভিনেত্রী-মডেল শার্লিন চোপড়া।


সাক্ষাৎকারে শার্লিনের বিস্ফোরক দাবি, “এসআরকে ঘনিষ্ঠ আলি সুরানি, করিম সুরানি আমাকে লাইভ ম্যাচ দেখার জন্য ইনভাইট করেছিলেন। কেকেআর-এর জয়ের পর পার্টি। শাহরুখ, তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন পার্টিতে। আরও অনেকে ছিলেন। শাহরুখ ঘনিষ্ঠ, ক্রিকেটাররা, তাঁদের বান্ধবীরা ছিলেন পার্টিতে। এসআরকে, তাঁর ঘনিষ্ঠরাও ছিলেন। তাঁদের স্ত্রী-রা ওয়াশরুমে গিয়ে কোকেন নিচ্ছিলেন। যদি জেন্টস টয়লেটে যেতাম তাহলে আরও অনেক কিছু দেখা যেত হয়তো।” আরও একধাপ এগিয়ে তাঁর আরও বক্তব্য, “এনসিবি যদি কখনও ডাকে, গিয়ে বলে দেব কে কী করছিলেন, আমি খুব ভাল ভাবে মনে রেখেছি।”


কিন্তু, কলকাতায় নাইট রাইডার্সের কোন ম্যাচের কথা বলছেন শার্লিন? কবে সেই পার্টি হয়েছিল? সেই পার্টিতে কারা কারা উপস্থিত ছিলেন? কোন ক্রিকেটার ও অভিনেতার স্ত্রী, বান্ধবীরা কোকেন নিচ্ছিলেন? বারবার এই প্রশ্ন করা হলেও, সুনির্দিষ্টভাবে কারও নাম বলেননি শার্লিন। কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এমন চাঞ্চল্যকর অভিযোগ করছেন তিনি? তাও কিন্তু খোলসা করতে চাননি ‘Naughty Boy’, ‘Red Swastik’, ‘Time Pass’-এর মতো ছবির অভিনেত্রী, শার্লিন!