মুম্বই: আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সহযোগী ইকবাল মিরচি-ঘনিষ্ঠের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ মুম্বইয়ে ইডির অফিসে হাজির হলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রা। সোমবার এই মামলায় তাঁকে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
একটি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত রাজ কুন্দ্রা। নথি খতিয়ে দেখতে গিয়ে মুম্বইয়ের আন্ডার ওয়ার্ল্ড ডন ইকবাল মিরচির সঙ্গে শিল্পা-রাজদের যোগসূত্রের সন্ধান পায় ইডি। এই ঘটনার তদন্তে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ নাম – রাজনীত বিন্দ্রা। এই বিন্দ্রাই ইকবাল মিরচির ঘনিষ্ঠ সহযোগী। সে মিরচি ও সানব্লিঙ্ক রিয়্যাল এস্টেট প্রাইভেট লিমিটেডের মধ্যে ব্রোকিংয়ের কাজ করত বলে অভিযোগ। এই সংস্থাই এখন গোয়েন্দাদের প্রধান নজরে। গোয়েন্দাসূত্রের খবর, এই সংস্থা মারফতই দুবাইতে মিরচির কাছে ২, ১৮৬ কোটি টাকা পাঠানো হয়েছিল।
গত ১১ অক্টোবর থেকে রাজনীত বিন্দ্রা বিচারবিভাগীয় হেফাজতে।
সূত্রের খবর, রাজনীত বিন্দ্রার ওই রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে এমন এক সংস্থার লেনদেন হয়েছে যার অন্যতম ডিরেক্টর অভিনেত্রী শিল্পা। ইডি সূত্রে খবর, বিন্দ্রার কোম্পানি এসেনশিয়াল হসপিট্যালিটি নামক এক সংস্থাকে ৩.৪৬ কোটি টাকা ধার দেয়। এই এসেনশিয়াল হসপিট্যালিটির ডিরেক্টর নাকি রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন এই তারকা দম্পতি।