মুম্বই: মানবদেহ থেকে বিদ্যুৎ উৎপন্ন!


ভক্তদের পদচালনা থেকে পরিশুদ্ধ বিদ্যুৎ তৈরি করতে অভিনব উদ্যোগ শিরডি কর্তৃপক্ষের।


আগামী বছর মহারাষ্ট্রের আহমেদনগরে শিরডি সাইবাবার সমাধিস্থ হওয়ার শতবর্ষ উৎসব উদযাপন হবে। সেই উপলক্ষে শুক্রবার একাধিক প্রকল্পের ও অনুষ্ঠানের ঘোষণা করেন শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্ট (এসএসএসটি) চেয়ারম্যান সুরেশ হাওয়ারে। তার মধ্যেই মন্দির-চত্বরে ‘এনার্জি পেডাল’ বসানোর কথাও জানান তিনি।


বিশ্বব্যাপী সাইবাবার প্রচুর ভক্ত রয়েছে। গড়ে, প্রতিদিন প্রায় ৫০ হাজার দর্শনার্থী সাইবাবার মন্দিরে আসেন। এই প্রসঙ্গে হাওয়ারে জানান, দর্শনার্থীরা যে পথে যাতায়াত করেন, সেখানেই এই বিশেষ এনার্জি পেডাল বসানো হবে।


কী এই এনার্জি পেডাল? হাওয়ারে ব্যাখ্যা করে বলেন, যখন কেউ হাঁটবেন, তখন এই এনার্জি পেডালগুলির ওপর চাপ পড়বে। মানবদেহের পায়ের চাপে সেগুলি ডেবে যাবে। আবার তা নিজের পুরনো জায়গায় ফিরে আসবে।


এই করতে করতে তার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে। পরবর্তীকালে, এই বিদ্যুৎ দিয়ে মন্দির চত্বরের আলো ও পাখা চালানো হবে। বর্তমানে, ওই প্রকল্পের খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে।


এর পাশাপাশি, উপজাতি ও দরিদ্রসীমার নীচে বসবাসকারী পড়ুয়াদের জন্য একটি আইএএস অ্যাকাডেমিও তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান হাওয়ারে। এছাড়া, একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ, কঠিন বর্জ্যপদার্থ থেকে জ্বালানি উৎপাদন এবং রক্তদান শিবির আয়োজন করা হবে।