ঘরে ঘরে চাই শিবাজী, বললেন মোহন ভাগবত
Web Desk, ABP Ananda
Updated at:
31 Mar 2018 06:33 PM (IST)
নয়াদিল্লি: দেশের ঘরে ঘরে চাই শিবাজী। বললেন মোহন ভাগবত। শিবাজীর শাসনের প্রসঙ্গ তুলে আরএসএস প্রধান বদলে যাওয়া সময়ে মহিলাদের নিরাপত্তার গ্যারান্টি না থাকার জন্য কে দায়ী, সেই প্রশ্নও করেছেন।
রায়গড় দূর্গে সপ্তদশ শতকের মারাঠি শাসকের মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠানে তিনি বলেছেন, যাঁরা অন্যায়, শোষণের বিরুদ্ধে লড়তে চান, শিবাজী মহারাজ তাঁদের সবার অনুপ্ররণার উত্স। শিবাজী নিজেই একটি গাইডবুক যিনি কখনও ধর্মীয় বিশ্বাসের মাপকাঠিতে কারও প্রতি বৈষম্য করেননি। প্রতিটি ঘরে শিবাজীকে দরকার। আমার, আপনার বাড়িতে তাঁর জন্ম হওয়া উচিত। আমাদের নিজেদের ঘর থেকে শুরু করা উচিত।
শিবাজীর জন্ম হওয়া উচিত, তবে আমার ঘরে নয়, অর্থাত্ বীর সন্তান চাই, তবে আমার নিজের ঘরে কোনও ঝামেলা না হয়, সম্ভবত এই মারাঠি প্রবাদবাক্যের প্রতি ইঙ্গিত করেন তিনি। বলেন, রাস্তাঘাটে সবসময় আমাদের ঘরের মা, বোনেদের নিরাপত্তার গ্যারান্টি নেই। কেন এমন হল? রায়গড় দূর্গের সংস্কারের সময় (১৭ দশকে শিবাজী যখন রায়গড়কে রাজধানী করেন) শ্রমিকরা সোনার ঘড়া খুঁজে পান, কিন্তু একটিও মুদ্রা চুরি হয়নি। আর এমন দেশে কিনা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে। কে দায়ী এজন্য? এদিকে সঙ্ঘ প্রধান যে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন, তার আমন্ত্রণপত্রে রাজ্য এনসিপি সভাপতি সুনীল তত্কারের মেয়ে অদিতি তত্কারের নাম থাকায় জল্পনা মাথাচাড়া দিয়েছে। ।যদিও সুনীল পরে ব্যাখ্যা করেন, তাঁর মেয়ের নাম রাখা হয়েছে প্রোটোকল অনুসারে কেননা তিনি রায়গড় জেলা পরিষদের চেয়ারপার্সন, আর অনুষ্ঠানটি ছিল সরকারি। সুনীল ও তাঁর মেয়ে অনুষ্ঠানটি এড়িয়ে যান।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -