মুম্বই: বিমানে ওঠা থেকে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে নিষিদ্ধ করার প্রতিবাদে মঙ্গলবার বিমানসংস্থাগুলির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পেশ হল সংসদে।


এদিন লোকসভার জিরো আওয়ারে স্বাধিকার ভঙ্গের নোটিশ পেশ করেন আরেক শিবসেনা সাংসদ আনন্দরাও আদসুল। উত্তরে, স্পিকার সুমিত্রা মহাজন জানান, তিনি ওই নোটিশ পেয়েছেন। তা বিচার করে দেখবেন।


এর মধ্যেই, এদিন ফের এয়ার ইন্ডিয়া গায়কোয়াড়ের ২টি বিমান টিকিট বাতিল করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার বিমানে আগামীকালের দিল্লিগামী টিকিট ছিল গায়কোয়াড়ের।


জানা যায়, এদিন প্রথমে মুম্বই-দিল্লি এআই ৮০৬ ফ্লাইটে এজেন্টের মাধ্যমে টিকিট বুক করেছিলেন গায়কোয়াড়। বিমানসংস্থা তৎক্ষনাৎ ওই টিকিট বাতিল করে দেয়। এরপর ফের হায়দরাবাদ-দিল্লি এআই ৫৫১ ফ্লাইটেও টিকিট বুক করার চেষ্টা করেন সাংসদ। সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়।  এক বিবৃতি দিয়ে সেকথা তারা জানিয়েও দেয়।


গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার ৬২ বছরের প্রবীণ ডিউটি ম্যানেজার আর সুকুমারকে চটি দিয়ে ক্রমাগত মারার অভিযোগ ওঠে মহারাষ্ট্রের ওসমানাবাদের সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের বিরুদ্ধে।


জানা যায়, সাংসদের কাছে যে টিকিট ছিল তা বিজনেস-ক্লাসের। কিন্তু, তিনি যে বিমানে ছিলেন তা অল-ইকনমি ক্লাসের। কেন তাঁর জন্য বিজনেস-ক্লাসের আসন রাখা হয়নি, এই অভিযোগ তুলে তিনি ওই বিমানকর্মীকে মারধর ও অপমান করেন।


এর প্রতিবাদস্বরূপ, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তারা গায়কোয়াড়কে নিষিদ্ধ করছে। একইভাবে, সাংসদকে নিষিদ্ধ করে দেশের আরও পাঁচ বেসরকারি বিমান পরিবহণ সংস্থা। সাংসদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়।


যদিও, এসবের পরও, অনুতাপের বিন্দুমাত্র দেখা যায়নি শিবসেনা সাংসদের মধ্যে। তিনি জানিয়ে দেন, যা করেছেন ঠিক করেছেন। বলেন, কেউ যদি মনে করে থাকে আমার বিরুদ্ধে আদালতে যাবে, যেতেই পারে।