করোনা আবহে লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল যাবতীয় দোকানপাট। গত সোমবার থেকে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী যেগুলি কনটেনমেন্ট জোন নয় অর্থাৎ যে জায়গায় সংক্রমণের সংখ্যা কম, সেখানে শিথিল করা হয়েছে লকডাউন। শপিং মল না খুললেও খুলে দেওয়া হয়েছে কিছু দোকান সহ মদের দোকান। বেশিরভাগ জায়গাতেই সামাজিক দূরত্বের বিধি থোড়াই কেয়ার করে মদের দোকানের সামনে ভিড় জমিয়েছেন ক্রেতারা। আবার কোথাও নিয়ম ভেঙে বিক্রি হচ্ছে অপরিমিত মদ।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই বিল দেখে তাক লেগে যায় পুলিশের। নিয়ম অনুযায়ী মদের দোকান খুললেও ২.৬ লিটারের বেশি বিক্রি করা যাবে না ভারতে তৈরি বিদেশি মদ। অন্যদিকে ১৮ লিটারের বেশি কোনওভাবেই বিক্রি করা যাবে না বিয়ার। বিল অনুযায়ী ওই দোকানটি ১৩.৫ লিটার ভারতে তৈরি বিদেশি মদ ও ৩৫ লিটার বিয়ার বিক্রি করেছে একজনকেই। সরকারের নিয়মবিধি ভাঙার জন্য ওই দোকানের মালিককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ক্রেতার বিরুদ্ধেও নিয়ম ভেঙে দেদার মদ কেনার মামলা রুজু হতে পারে।
ওই দোকানদারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, একসঙ্গে ৮ জন ক্রেতা নাকি ওই টাকার মদ কেনেন। কিন্তু কেবল একজনের কার্ড ব্যবহার করে পেমেন্ট করায় একটাই বিল এসেছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।