শ্রীনগর: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা জঙ্গিদের নামে বিভিন্ন ক্রিকেট দলের নামকরণ করছে। উপত্যকার ক্রিকেট প্রতিযোগিতাগুলিতে এই দলগুলি যোগও দিচ্ছে। খেলার মাঠে এভাবে সন্ত্রাসবাদের প্রচার নিরাপত্তারক্ষীদের চিন্তায় ফেলে দিয়েছে। তাঁরা এই প্রবণতাকে বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। খেলার মাঠ থেকে জঙ্গিদের দূরে রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সেনাবাহিনী।


 

শুধু ক্রিকেট মাঠই নয়, গত তিন দশকে কাশ্মীরের বিভিন্ন জায়গায় অনেক ক্রীড়া প্রতিযোগিতাতেই যোগ দেওয়া দলগুলির নাম সেনাবাহিনীর গুলিতে নিহত জঙ্গিদের নামে রাখা হয়েছে। হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুকের বাবা মিরওয়াইজ মহম্মদ ফারুকের স্মৃতিতে শ্রীনগরে একটি ক্রিকেট প্রতিযোগিতা বেশ কয়েক বছর ধরেই চলছে। সেই প্রতিযোগিতার নাম শহিদ-ই-মিল্লত ক্রিকেট টুর্নামেন্ট। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আসলে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদেরই প্রচার চলছে বলে মত নিরাপত্তারক্ষীদের। স্বভাবতই তাঁরা উদ্বিগ্ন।

 

সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে একটি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় যোগ দেওয়া কয়েকটি দলের নাম রাখা হয়েছিল আবিদ খান কালান্দারস, খালিদ আরিয়ানস, বুরহান লায়ন্সের নামে। প্রত্যেকটি নামই কুখ্যাত জঙ্গিদের।

 

কাশ্মীরের বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আবদুল্লার অভিযোগ, মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মদতেই জঙ্গিদের নামে ক্রিকেট দল তৈরি হচ্ছে। শাসক দল পিডিপি এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।