নয়াদিল্লি: গত ২৭ ফেব্রুয়ারি আকাশ যুদ্ধে পাকিস্তানের একটি এফ ১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। এ ব্যাপারে মার্কিন ম্যাগাজিন ‘ফরেন পলিসি’-তে প্রকাশিত প্রতিবেদনের সংশয় খারিজ করে জানাল ভারতীয় বায়ুসেনা।
ভারতীয় বায়ুসেনা এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ পথে যুদ্ধের সময় নৌসেরা সেক্টরে একটি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বাইসন।
মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিনে গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় যে, সম্প্রতি আমেরিকা পাকিস্তানের সমস্ত এফ-১৬ যুদ্ধবিমান গুনে দেখেছে। তাতে একটি যুদ্ধবিমানও কম নেই। এরই পরিপ্রেক্ষিতে ওই সংশয় খারিজ করে ভারতীয় বায়ুসেনা জানাল যে, গত ২৭ ফেব্রুয়ারি আকাশে ‘ডগফাইট’-এ পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা।
গত ২৭ ফেব্রুয়ারি গুলি করে ধ্বংস করা হয়েছিল পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান, সাফ জানাল ভারতীয় বায়ুসেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2019 08:34 PM (IST)
ভারতীয় বায়ুসেনা এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ পথে যুদ্ধের সময় নৌসেরা সেক্টরে একটি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বাইসন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -