কাশ্মীর: সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর উপত্যকা এখন স্বাভাবিক। অমিত শাহর এই দাবির ৪৮ ঘণ্টার মধ্যেই উল্টো ছবিই দেখা গেল কাশ্মীরে। হুমকি পোস্টারের আতঙ্কিত কাশ্মীরবাসি ঘরের বাইরেই বেরল না। বন্ধ থাকল দোকানপাঠ। চলল না গাড়িঘোড়াও। মধ্য কাশ্মীর, অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা, শোপিয়ান সর্বত্রই ছবিটা থাকল একই রকম।


সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী হুমকি পোস্টারের পর এই নিয়ে পরপর ২ দিন কাশ্মীরে বন্ধ থাকল দোকানপাঠ। এমনকি যান পরিষেবাও ব্যাহত হল।


প্রসঙ্গত, ৫ অগাস্ট কেন্দ্রের সরকার জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ রাজ্যের মর্যদা তুলে নেওয়ার পর থেকেই উপত্যকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। এমনকি রাজ্য ভেঙে ২টি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পরও পরিস্থিতি বদলায়নি। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে আটক করে রাখার। বিতর্কিত নাগরিক সুরক্ষা আইনে আটক করে রাখা হয় প্রবীণ সাংসদ ফারুক আবুদল্লাকেও। যা নিয়ে শীতকালিন অধিবেশনে বিরোধীদের রোষানলে পড়ে সরকার।