রাজ্যের সংখ্যালঘু কমিশনের ডিরেক্টরের দেওয়া সার্কুলারে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিক, সংবাদ মাধ্যমকে বিশেষ গ্রান্টের কথা বলা হয়েছে। নামী সাংবাদিকরাও এর আওতায় পড়বেন। তাঁরা পাবেন একটি বিশেষ মিডিয়া কিট যাতে থাকবে ল্যাপটপ, হ্যান্ডি ক্যাম, একটি স্টিল ক্যামেরা। আর সংখ্যালঘুদের মিডিয়া প্রতিষ্ঠানকে মাসে দ্বিগুণ সরকারি বিজ্ঞাপন দেওয়া হবে।
বিজ্ঞপ্তি ঘিরে প্রশ্ন উঠেছে, কংগ্রেস সরকার কি সংখ্যালঘু তোষণের পথে হাঁটছে?
কেন্দ্রের মন্ত্রী কর্নাটকের বিজেপি সাংসদ সদানন্দ গৌড়া তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করেছেন, এ তো 'সংখ্যালঘু তোষণের চরম নমুনা'! কর্নাটক সরকার ফতোয়া দিয়ে সংখ্যালঘু ভজনা করছে। সংখ্যালঘু সাংবাদিকদের কয়েক হাজার টাকার কিট (ল্যাপটপ, হ্যান্ডিক্যাম, স্টিল ক্যামেরা) আর প্রতি মাসে সংখ্যালঘু মালিকানাধীন সংবাদপত্রকে ২ পৃষ্ঠার বিজ্ঞাপন।