ইনদওর: মধ্যপ্রদেশের মন্দসৌরে গণধর্ষণের পর নৃশংস অত্যাচারের শিকার হওয়া শিশুর বাবা অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানালেন। তিনি বলেছেন, ‘আমাদের পরিবার সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ চায় না। আমরা চাই এই মামলার আইন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন হোক এবং অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমরা টাকা চাই না, শুধু বিচার চাই।’
২৬ জুন স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করে দুই যুবক। গলা, মুখ, মাথা ও গোপনাঙ্গে গুরুতর আঘাত নিয়ে ইনদওরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি আছে শিশুটি। তার বাবা চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
নির্যাতিতার পরিবার টাকার বদলে দ্রুত বিচারের দাবি জানালেও, মধ্যপ্রদেশ সরকার ১০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্দসৌরের কালেক্টর ও পি শ্রীবাস্তব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা নির্যাতিতার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল আরও পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। মেয়েটি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যাতে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার জন্য একজন মনোবিদের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।
এই ঘটনায় দুই অভিযুক্ত ইরফান (২০) ও আসিফকে (২৪) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পকসো ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্তের জন্য মন্দসৌরের সিটি পুলিশ সুপার রাকেশ মোহন শুক্লর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।
শুক্ল জানিয়েছেন, ইতিমধ্যেই ৭০ শতাংশ তদন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছে। নির্যাতিতার স্কুল ব্যাগ, রক্তমাখা ছুরি সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে। পুলিশ সুপার মনোজ কুমার সিংহ জানিয়েছেন, মেয়েটির মায়ের বয়ান নেওয়া হয়েছে। মেয়েটির সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আছে পুলিশ। সে সুস্থ হয়ে উঠলেই বয়ান নেওয়া হবে।
মন্দসৌরে গণধর্ষণের তদন্তে গঠিত হল সিট, অপরাধীদের মৃত্যুদণ্ড চান নির্যাতিতার বাবা
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2018 07:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -