ভোপাল: সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়ে করোনা সংক্রমণ, আক্রান্ত ৬। মধ্যপ্রদেশের খারগোন জেলার বরগাঁও গ্রামের ঘটনায় গোটা গ্রামকে সিল করল পুলিশ।
লকডাউনের নিয়ম ভেঙে বরগাঁও গ্রামে খোলা ছিল সেলুন। সেখানেই চুল-দাড়ি কাটতে গিয়েছিলেন বরগাঁও গ্রামের ১০-১২ জন বাসিন্দা। আর নিয়ম ভাঙার ফল টের পেলেন সবাই। তাঁদের মধ্যে করোনা পরীক্ষায় ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। সিল করে দেওয়া হয়েছে গোটা গ্রাম।
স্বাস্থ্যদপ্তরের এক কর্মকর্তা জানান, ইন্দোরের এক হোটেলে কর্মরত এক ব্যক্তি গত ৫ এপ্রিলই গ্রামে ফেরেন। তিনিই সম্প্রতি ওই সেলুনে গিয়েছিলেন চুল কাটতে। পরে ওই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক দিব্যেশ বর্মা জানান, সেই হোটেলকর্মীর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।
ওই হোটেলকর্মীর পরে সেলুনে যান গ্রামের আরও কয়েকজন। জানা যায়, নাপিত সব খরিদ্দারদের চুল-দাড়ি-গোঁফ কাটতে একই কাপড় ব্যবহার করেছিলেন। আর সেখানেই লুকিয়েছিল সংক্রমণের বীজ। ওই দিন সেলুনে যাওয়া ১০-১২ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় ছ’জনের রিপোর্টই পজিটিভ আসে। স্বাভাবিকভাবেই গোটা গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
তবে ওই সেলুনে চুল কাটতে যাওয়া ১০-১২ জনের মধ্যে ৬ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়লেও নাপিত সম্পূর্ণ সুস্থ ৷ যারা সংক্রামিত হয়েছেন তাঁদের বয়স ২৮ থেকে ৭৩ বছরের মধ্যে। এই লকডাউনের মধ্যেও কেন সেলুন খুলে রাখা হয়েছিল, তা নিয়ে সেলুনের মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
লকডাউন ভেঙে সেলুনে চুল দাড়ি কাটতে গিয়ে করোনা আক্রান্ত ৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2020 11:13 AM (IST)
সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়ে করোনা সংক্রমণ, আক্রান্ত ৬। মধ্যপ্রদেশের খারগোন জেলার বরগাঁও গ্রামের ঘটনায় গোটা গ্রামকে সিল করল পুলিশ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -