শ্রীনগর: জঙ্গি সংগঠন আইএসআইএস কি এবার ভারতেও হামলা চালানো শুরু করল? শুক্রবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের জাকুরা অঞ্চলে পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সন্দেহ জোরাল হচ্ছে। আইএস-এর সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সির দাবি, তারাই কাশ্মীরে হামলা চালিয়েছে। এর আগে তেহরিক-উল-মুজাহিদিন ও আনসার গজবত-উল-হিন্দও জাকুরার হামলার ঘটনার দায়স্বীকার করেছিল। তবে এই সংঘর্ষে নিহত জঙ্গি মুগিস আহমেদ মিরের দেহ যেভাবে আইএস-এর পতাকায় মুড়ে ভারত-বিরোধী স্লোগানের মধ্যে দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে, তাতে জাকুরা হামলায় আইএস-এর হাত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে। এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে খবর, মুগিস প্রথমে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল। পরে সে জাকির মুসার নেতৃত্বাধীন আল-কায়দার সহযোগী জঙ্গি সংগঠন আনসার গজবত-উল-হিন্দে যোগ দেয়। শনিবার সকালে পারিমপোরা অঞ্চলে শেষকৃত্যর জন্য মুগিসের দেহ নিয়ে যাওয়া হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য লোকজন ও গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ইয়াসিন মালিককে গ্রেফতার করে শ্রীনগর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। মিরওয়াইজ উমর ফারুককে গৃহবন্দি করা হয়। কিন্তু তা সত্ত্বেও শ্রীনগরের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ পারিমপোরায় পৌঁছে যান। সেখানে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

শুক্রবারের সংঘর্ষে সাব-ইন্সপেক্টর ইমরান তাকেরও মৃত্যু হয়। মুগিস প্রথমে জখম অবস্থায় পালিয়ে গেলেও, পরে তার মৃত্যু হয়। অপর এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।