ইলাহাবাদ: আসন্ন ইদে প্রকাশ্যে প্রাণীহত্যার অনুমতি দিল না ইলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশের কৌশম্বী জেলার বাসিন্দা মহম্মদ ইমরান এবারের ইদে প্রকাশ্যে মহিষ বলি দেওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। তবে তাঁর আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি তরুণ অগ্রবাল ও অশোক কুমারের বেঞ্চ। হাইকোর্ট বলেছে, ধর্ম বা প্রথা প্রকাশ্যে প্রাণীহত্যার পক্ষে যুক্তি হতে পারে না। যদি কোনও ধর্মে প্রকাশ্যে প্রাণীহত্যার কথা বলা হয়, তাহলেও সেটার অনুমতি দেওয়া সম্ভব নয়।

ইমরান তাঁর আবেদনে বলেছিলেন, মহিষটির আকার বড় হওয়ায় তাঁর বাড়িতে বলি দেওয়া সম্ভব নয়। তাই বাড়ির বাইরে প্রকাশ্যে বলি দেওয়ার অনুমতি দিক আদালত। কিন্তু বিচারপতিরা সেই আবেদন খারিজ করে দিয়েছেন।