মুম্বই: নয়াদিল্লি মাঝ আকাশে থাকা বিমানে আইএস-এর নামে স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে দুবাই থেকে ইন্ডোগোর কোচিগামী উড়ানে আতঙ্ক। মাঝ আকাশে বিমানে জঙ্গি সংগঠন আইএস-এর সমর্থনে স্লোগান দেয় এক যাত্রী। নিরাপত্তার কারণে মুম্বই বিমানবন্দরে জরুরী অবতরণ করানো হয় বিমানটিকে। এই ঘটনায় ওই যাত্রীকে হেফাজতে নিয়েছে সিআইএসএফ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরে বিমানটি কোচি রওনা দেয়। ধৃতের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। এই ঘটনা সম্পর্কে পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ভোরে দুবাই থেকে বিমানটি রওনা হওয়ার পর ওই যাত্রী আইএসের সমর্থনে স্লোগান দিতে শুরু করে বলে জানা গেছে।এতে অন্যান্য যাত্রীরা ভয় পেয়ে যান। এরপরই বিমানকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। বিমানটিকে মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। বিমানটিতে ২০ জন যাত্রী ছিলেন।
মাঝ আকাশে আইএসের সমর্থনে স্লোগান যাত্রীর! মুম্বইয়ে জরুরী অবতরণ বিমানের
ABP Ananda, web desk
Updated at:
28 Jul 2016 07:00 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -