জেলাশাসক প্রকাশ শ্রীবাস্তব অবশ্য ভোজবলের ধর্ণা ও পুরস্কার ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, যে কেউ ধর্ণায় বসতেই পারেন। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বেআইনি কোনও কার্যকলাপ দেখলে পুলিশ ব্যবস্থা নেবে।
হানিপ্রীতের সন্ধান দিলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা সমাজকর্মী ফকিরেলাল ভোজবলের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Sep 2017 06:18 PM (IST)
শাহজাহানপুর: ধর্ষণের দায়ে জেলবন্দি গুরমিত রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত ইনসানের বিষয়ে কোনও খবর দিয়ে গ্রেফতারিতে সাহায্য করলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন সমাজকর্মী ফকিরেলাল ভোজবল। তিনি হানিপ্রীতকে গ্রেফতারের দাবিতে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের জেলাশাসকের দফতরের সামনে ধর্ণায় বসেছেন। সারা শহরে হানিপ্রীতের পোস্টারও সেঁটে দিয়েছেন ভোজবল। তাঁর আশা, পুরস্কার ঘোষণার পর হানিপ্রীতের খোঁজ পাওয়া যাবে।
জেলাশাসক প্রকাশ শ্রীবাস্তব অবশ্য ভোজবলের ধর্ণা ও পুরস্কার ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, যে কেউ ধর্ণায় বসতেই পারেন। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বেআইনি কোনও কার্যকলাপ দেখলে পুলিশ ব্যবস্থা নেবে।
জেলাশাসক প্রকাশ শ্রীবাস্তব অবশ্য ভোজবলের ধর্ণা ও পুরস্কার ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, যে কেউ ধর্ণায় বসতেই পারেন। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বেআইনি কোনও কার্যকলাপ দেখলে পুলিশ ব্যবস্থা নেবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -